লাউয়াছড়া বনে গাড়ীর গতি নিয়ন্ত্রণে সাইনবোর্ড স্হাপন করেন মৌলভীবাজার জেলা পুলিশ। "সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন,সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার" এমন লেখা জনসচেতনতা মূলক বিলবোর্ড লাউয়াছড়া বনে ৫০টি স্হাপন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার)। শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনের রাস্তায় ১টি বিলবোর্ড স্হাপন করেন।
এদিকে একই দিন সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল বাইক্কা বিলে পাখি শিকার বন্ধে জনসচেতনতা মূলক কয়েকটি বিলবোর্ড স্হাপন করেন।
"বাইক্কা বিল পাখিদের অবাধ বিচরণ স্থল,জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন' ম্লান করলে রাতের আলো,পাখিরা থাকবে ভাল" এমন প্রচারণা মূলক লেখা বিলবোর্ড বাইক্কা বিলে তিনি স্হাপন করেন।
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মোহন চক্রবর্তী, টুরিস্ট পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, লাউয়াছড়া বন ও বাইক্কা বিল বণ্যপ্রাণী এবং পাখিদের অভায়শ্রম। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ী চালালে বণ্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভবনা রয়েছে এবং দূর্ঘটনাও ঘটবে। এসব বিবেচনায় সচেতনতার জন্য বিলবোর্ড স্হাপন করা হয়েছে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেন।
২ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১২ দিন ৫৯ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে