সিরাজগঞ্জে যমুনা পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে যমুনা পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তি নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ জেলার দুইশত তিন হেক্টর ফসলি জমি ও দশ হাজার পরিবার পানি বন্দী অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার জানান পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইতিমধ্যে জেলার কাজিপুর বেলকুচি শাহজাদপুর চৌহালি সিরাজগঞ্জ সদর নদী তীরবর্তি নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এ সকল এলাকার বসতবাড়ি, রাস্তা ঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে বসতবাড়ি ছেড়ে অন্যত্ত আশ্রয় নিয়েছে বন্যা কবলিতরা। বন্যার পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তির্ন এলাকার ফসলি জমি। তীল, পাট, আখ শাক-সবজি পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
৩ দিন ৪১ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে