এস.এম.দেলোয়ার হোসাইন,
মাদারীপুর শিবচরে র্যাব পরিচয়ে গণ উন্নায়ন সমবয় সমিতি কর্মীকে (ক্যাশিয়ার) মাইক্রোবাসে তুলে নিয়ে বিশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১২এপ্রিল) সকাল ১০টার দিকে সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি সাকিনের সুমি নার্সারী পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সদরপুর ইসলাম মাতুব্বর কান্দি মোঃ ওয়াজেদ আলী শিবচর উপজেলার পাঁচ্চর মোড় সংলগ্ন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে গন উন্নায়ন সমবয় সমিতির বিশ টাকা উত্তলন করেন। এরপর তার সাথে থাকা শিবচর আছিন উদ্দিন বেপারী কান্দি বাসিন্দা নাজমুল হুদাকে নিয়ে মোটর সাইকেল যোগে মালের হাট গন উন্নয়ন সমবয় সমিতির শাখা অফিস যাওয়ার সময় সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি সাকিনের সুমি নার্সারী এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পৌছাইলে পূর্বে থেকে ঘটনাস্থলে থাকা সিলভার রংয়ের একটি প্রাইভেটকার থেকে তিন জন লোক র্যাব এর বের কালো রংয়ের কটি পরা অবস্থায় নেমে নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের মোটর সাইকেল গতিরোধ করে মোঃ ওয়াজেদ আলীর নিকট মাদকদ্রব্য আছে বলে দাবী করে তাদের জোর পূর্বক প্রাইভেটকারে তুলে চোখ বেধে ফেলে।
পরে ওয়াজেদ আলীর কাছ থেকে বিশ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকার কালিয়ার মোড় মহাসড়কের উপর বেলা ১২ টার দিকে নামিয়ে দেয়। প্রাইভেটকার নিয়ে আসামীরা গোপালগঞ্জের দিকে চলে যায়।
এ বিষয়ে ওয়াজেদ আলী বলেন, আমি পাঁচ্চর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে বিশ লক্ষ টাকা উত্তোলন করে মালের হাট গন উন্নয়ন সমবয় সমিতির শাখা অফিসে ফিরছিলাম । সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি সাকিনের সমি নার্সারী স্থানে পৌঁছালে সিলভার রংয়ের একটি প্রাইভেটকার থেকে তিন জন লোক র্যাব কোটি পরা বের হয়ে আমাকে ও আমার সাথে থাকা নাজমুল হুদাকে জোরপূর্বক গাড়িতে তুলে চোখ বেধে ফেলে। পরে আমার কাছে থাকা গণ উন্নয়ন সমবয় সমিতির বিশ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি র্যাবের পোশাকধারী পরিচয়ে গণ উন্নয়ন কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
৮৭ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৩ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১০৫ দিন ৬ মিনিট আগে
১১৯ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
১২২ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩৬ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৩৮ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
১৪০ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে