শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত থেকে ৭ লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ২০ বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হাঙ্ক মোটরসাইকেলসহ ইয়াছিন আনোয়ার নামে এক পাচার কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। ১২ মার্চ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার জামতলী সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃত পাচার কারবারি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ৭ লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ২০ বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হাঙ্ক মোটরসাইকেলসহ ইয়াছিন আনোয়ার নামে এক পাচার কারবারিকে গ্রেফতার করা হয়। দুপুরে বিজিবি বাদী হয়ে ইয়াছিন আনোয়ারের নামে মামলা দায়েরের পর জব্দকৃত জিরা, পিকআপ, মোটরসাইকেল ও আসামিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।
১ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ৫৯ মিনিট আগে