শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কাংশা বাজারের পাশে একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইমাম হোসেন ওরুফে ফেকাসু (৫২)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারের গোলাম মোস্তফার পুত্র। এ ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত কাংশা বাজারের ইমাম হোসেন ওরুফে ফেকাসুর সাথে জমিজমা নিয়ে একই এলাকার জব্বার, সুমন, রাজ্জাকসহ বেশ কয়েকজনের সাথে মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ইমাম হোসেন ওরুফে ফেকাসু কাংশা বাজারে এলে প্রতিপক্ষের ১৫/১৬ জন লোক তাকে ধাওয়া করে। এসময় ইমাম হোসেন বাজারের পাশে একটি ধান ক্ষেতে গিয়ে পালানোর চেষ্টা করলে তারা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপূর্যপুরি কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনার পরপরই তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ইমাম হোসেনের মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৮ জনকে আটক করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে