বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ‘২৫) বেলা আড়াইটায় সাতক্ষীরা সিটি কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি:) মোঃ আতিকুর রহমান।
প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন, মোটরযান পরিদর্শক সজীব সরকার।
প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান পেশাজীবী চালকের উদ্দেশ্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা গাড়ি চালাতে হবে, যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিটি গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ১৪৪ জন চালক অংশ গ্রহণ করেন।
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে