সাতক্ষীরা দেবহাটায় স্কুলে যাওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্রী মিম নিহত হয়েছে। নিহত মিম দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
মিম দেবীশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মিমের পিতা ঢাকায় ইট ভাটায় কাজ করে। মিম ও তার ৫ বছর বয়সের এক ভাইকে নিয়ে তার মা বাড়িতে থাকে।
রবিবার ২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে মিমসহ ৩ জন স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে কিছুটা দুরে একটি ইট বোঝাই ট্রলি চাপা দেয়। ঘটনাস্থলেই মিম ট্র্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
স্থানীয়রা এসময় ট্রলি ও চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ও মিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে।
দেবহাটা থানার ওসি হযরত আলী ট্রলি চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ট্রলি ও চালক আটক আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে