র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে সুনামের সহিত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০ এপ্রিল ২০২৩ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার আশাশুনী থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও চোরাচালান এর উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ সাতক্ষীরা জেলার আশাশুনী থানাধীন আনুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফ বিল্লাহ (২৭), থানা-আশাশুনী, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল ও ০১টি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার আশাশুনী থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।
১০ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে