নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নান্দাইলে মুলা চাষ করে লাভবান কৃষক


শীতকালীন ফসল হিসেবে ভোক্তাদের কাছে মুলার প্রচুর চাহিদা থাকায় মুলা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। বেশি দাম পাওয়ায় কৃষক লাভবান হচ্ছেন।শ্রম ও খরচ কম,লাভ বেশী তাই ময়মনসিংহের নান্দাইলে কৃষক মুলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।


শীতকালীন সবজি মুলা।সবজি আর সালাদ হিসেবে মুলা সবার কাছে অত্যন্ত প্রিয়। তাই এ ফসলটির ব্যাপক চাহিদা থাকায় কৃষক ঝুঁকছেন মুলা চাষাবাদের দিকে।এতে বাড়ছে মুলা চাষের আবাদ।


চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার চরাঞ্চলসহ অন্যান্য এলাকায় মুলার বাম্পার ফলন হয়েছে।বিশেষ করে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নে মুলার ব্যাপক আবাদ ও বাম্পার ফলন হয়েছে। 


মুলা চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছে। লাভ হয়েছে দ্বিগুন। গত বছরের তুলনায় চলতি বছরেও মুলার ব্যাপক ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির  হাসি।সাদা মুলার মুক্ত হাঁসিতে কৃষকের শরীর,মন ও দেহ এখন সতেজ।


উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক খেত থেকে মুলা তুলতে এবং বাজারে বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন।অনেকে খেত থেকে  মুলা উঠিয়ে তা ধুয়ে আঁটি বাঁধছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। 


উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরার চরাঞ্চল,চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী,চরকোমরভাঙা, চরশ্রীরামপুর, লক্ষিরচর, চরলক্ষিদিয়া, চরভেলামারী মুলা চাষের জন্য বিখ্যাত।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবার উপজেলায় ৬৫ হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে মুলা চাষ হয়েছে। বাজারে দাম ভালো আর চাহিদা থাকায় অল্প পরিশ্রমের এ ফসলটি চাষ করে কৃষক স্বাবলম্বী হচ্ছেন। সবাই অপ্রত্যাশিত আয় করে সংসারের চাহিদা মিটিয়ে বাড়তি কিছু করছেন প্রতিবছরই। সঞ্চয় করছেন টাকা-পয়সা।


বাজারে মুলার চাহিদা ও দাম ভালো থাকায় বড় প্রতি হালি মুলা ৪০ টাকা,মাঝারি ৩০ টাকা এবং ছোট মুলা ২০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। মুলা তোলার আগে অনেক কৃষক শাক বিক্রি করেও ব্যাপক লাভবান হন। এছাড়া মুলার গাছ গবাদিপশুর খাবার হিসেবেও বেশ চাহিদা রয়েছে। 


এবার মুলা চাষে পোকামাকড়ের আক্রমণও অনেক কম ছিল। মূলার আকারও বড় হয়েছে। দেখতেও সুন্দর লাগছে। যার কারণে পাইকাররা মুলা দেখেই বায়না করে যাচ্ছে। বাজারেও ব্যাপক চাহিদা।


স্থানীয় বাজারগুলো সাদা সাদা মুলা'র সারিতে ভরে যায়। স্থানীয় পাইকাররা বাজারে ভীড় জমায় মুলা কিনার জন্য।পাশাপাশি কৃষকের খেত থেকেও মুলা কিনে নিয়ে আসেন পাইকাররা।


চৈতনখালী গ্রামের কৃষক রনি মিয়া জানান,৩ কাঠা জমিতে তিনি চায়না জাতের মুলা চাষ করেছেন। ৩০ শতক জায়গায় মুলা চাষে তার খরচ হয়েছে ৫ হাজার টাকা। এখন পর্যন্ত তিনি ২৫ হাজার টাকার মুলা বিক্রি করেছেন।


চরকামট খালী গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান,এ বছর তিনি ১৫ শতক জমিতে বোম্বাই  জাতের মূলা চাষ করেছেন।এ পর্যন্ত বিক্রি হয়ছে ১৫ হাজার টাকা। আরো ১০ হাজার টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।


চরকামট খালী,চরভেলামারী, চরশ্রীরামপুর, চরউত্তরবন্দ, চরকোমরভাঙা এবং হাটশিরা গ্রামের কৃষক হায়দার আলী শিকদার,ফজলুল করিম, মোফাচ্ছেল, হুমায়ুন,আবুল কালাম, আমজাদসহ একাধিক কৃষক জানান, এবার মুলা চাষে খরচের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ হয়েছে। আগামীতে তারা আরো বেশি করে মুলা চাষ করবেন।


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,চলতি মৌসুমে নান্দাইলে শীতকালীন সবজি মুলা চাষ করে কৃষক অনেক লাভবান হচ্ছেন।ফলনও বেশ ভালো হয়েছে।ভালো ফলন পেয়ে কৃষক অনেক খুশী।মুলা উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে তাদের আরো বেশী  সহযোগিতা দেওয়া হবে।

Tag
আরও খবর