রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ

নান্দাইলে আমন ধানের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

নান্দাইলে আমন ধানের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক 


ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের ছড়াছড়ি। রোপা আমন ধানের চনমনে গন্ধে মাতোয়ারা কৃষক, ব্যস্ত কৃষাণী। দিগন্তজোড়া মাঠ সেজেছে সোনালী- হলুদ ধানের রঙে। ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন কৃষক। ব্যস্ত হয়ে পড়েছেন কৃষাণী এবং তাদের পরিবারের ছোট ছেলেমেয়েরাও। ধান নিয়ে তারা মেতেছেন এক অন্যরকম আনন্দ উৎসবে। 


কৃষাণী বাড়ীর আঙ্গিনায় ধান শুকাতে তা গোবর -মাটি দিয়ে প্রস্তুত করছেন। ধান মাড়াইয়ের পর কৃষাণী রোদে শোকাচ্ছেন।রাত জেগে ধান সিদ্ধ করছেন। দিনে আবার সিদ্ধ ধান রোদে শোকাচ্ছেন।যেন দম ফেলার সময় নেই কৃষক -কৃষাণীর।


পল্লীকবি জসীম উদ্দীনের 'ধানক্ষেত' কবিতায় চিত্রিত হয়েছে মাঠ জুড়ে পাঁকা ধান ক্ষেতের এমনি দৃশ্য।তিনি লিখেছেন- 

পথের কেনারে মোর ধান ক্ষেত, সবুজ পাতার পরে,সোনার ছড়ায় হেমন্তরাণী সোনা হাসিখানি ধরে।মাঝে মাঝে এর পকিয়াছে ধান,কোনখানে পাকে নাই, সকুজ শাড়ীর অঞ্চলে যেন ছোপ লাগিয়াছে তাই।


এই ধান বিক্রির পর কৃষাণীর গায়ে উঠবে নতুন শাড়ি, শিশুরা পাবে ভালো মানের খাবার, রঙিন জামা। কৃষাণ-কৃষাণির বাড়ি বাড়ি শুরু হবে পিঠা-পায়েস, ক্ষির, ফিরনি ও নানা রকমের খাবারের মহোৎসব।নতুন জামাইয়ের আগমনে মুখরিত হয়ে উঠবে শ্বশুরালয়।  


অনুকূল আবহাওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের তদারকির কারণে চলতি রোপা-আমন মৌসুমে ময়মনসিংহের নান্দাইলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। আমন ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কৃষকদের চাষের প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। তবে চলতি মৌসুমে উচ্চ ফলন ও হাইব্রিড ধান আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করার অন্যতম কারণ।


সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়,উৎসবমুখর পরিবেশে  চারিদিকে আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে সোনার ধান দেখে হাসি ফুটছে কৃষকের মুখে।দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন কৃষকরা।সকালে কাচি হাতে বের হয়ে ধান কাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন কৃষক।কাটা ধান জমিতেই বিছিয়ে রাখছেন। ধান শোকানোর পর ধান ভাঙার মেশিন দিয়ে ধান মাড়াই করছেন। মনের আনন্দে কৃষাণী সেই ধান এবার আমন ফলনের রেকর্ড ছাড়াবে বলে আশা করেন স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা।


উপজেলার বীরকামট খালী, লোহিতপুর, খারুয়া, রাজাপুর, লক্ষীপুর গ্রামের চাষি মুজিবর,বাচ্চু ফাইজদ্দিন,ফজলুল হক এবং ,ফারুকসহ অনেকেই জানান, এইবার রোপা আমনের বাম্পার ফলনে তারা বেজায় খুশী।


কৃষক মুজিবর,ফাইজদ্দিন বলেন, আমনের বাম্পার ফলনে আমরা খুব খুশী। অহন ধান কাটা শুরু অইছে।আমরা খুব ব্যস্ত। 


উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের ধান কাটার শ্রমিক সেলিম, মন্নাছ, সজিব, ফারুক, ইয়াছিন,ফজল,ফরিদ এবং রমজান বলেন,অহন আমরা আমন ধান কাটা শুরু করছি।৬ শ,৭ শ টাকা কাঠা ধরে ধান কাটতাছি।বর্তমানে এই টাকায় আমরার সংসার চলেনা।


নান্দাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১৩ ইউনিয়ন ও পৌরসভাসহ  এ বছর আমনের মৌসুমে লক্ষমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ৩৮০ হেক্টর জমি, আর উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৬৩ হাজার ২৪৭.৫০ মেট্রিক টন ধান।


তার মধ্যে হাইব্রিড ৯০ হেক্টর, উফসী ২১ হাজার ৩৭৫ হেক্টর এবং স্থানীয় ৯ শত হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। যার উৎপাদন গড় হেক্টর হাইব্রিড ৩.৭৫,উফসী ২.৮৮ এবং স্থানীয় ১.৫০ হেক্টর। 


এ বছর বি আর ১১,২২,২৩, ব্রি ধান  ৩৪, ৪৯, ৫১,৫২,৭১,৭২, ৭৫,৮০ বিনা ধান ৭,১১,১৭, স্থানীয় কালিজিরা, বিরই এবং  জাতের ধান বেশি আবাদ করা হয়েছে। প্রদর্শনী প্লট রয়েছে রাজস্ব ৩০টি এবং এনএটিপি-২,১০ টি।


নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। কারণ সময়মত সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ, মাঠ পর্যায়ে তদারকি,কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শের কারনে লক্ষমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে। বাজারে ধানের দাম ভালো। এভাবে ধানের দাম থাকলে নান্দাইলের  কৃষকরা অনেক লাভবান হবেন।

Tag
আরও খবর