মেহেরপুরের মুজিবনগরে দুটি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার শিবপুর মোড়ে আয়ান ষ্টোর ও আজমীর ট্রেডার্সে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সজল আহমেদ জানান, অভিযানে মুদিখানা, সার-কীটনাশক, ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় শিবপুর মোড়ে আয়ান ষ্টোর ও আজমীর ট্রেডার্সে অভিযান চালানো হয়।
উক্ত প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় আয়ান ষ্টোরকে ৭ হাজার টাকা এবং ৩৮ ও ৫১ ধারায় আজমীর ট্রেডার্সেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত মালামাল জনসম্মুখে নষ্ট করা হয়।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
৭৬৫ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
৮৭২ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৮৮৫ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৮৯ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৮৯৯ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৯০১ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৯০২ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯০৬ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে