গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য হামিদুল হকের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল এগারোটার দিকে সোনাপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্টের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
পরে মুজিবনগর থানা অফিসার ইনাচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে সালাম প্রদর্শন করেন।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে উপস্থিত ছিলেন ১৪ আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গার পরিচালক তরফদার আলমগীর হোসেন, আনসার ও ভিডিপি মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, ১৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম, সিএ আল-মামুনসহ মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার প্রদান শেষে মহাপরিচালকের পক্ষে পরিবারের প্রতি একটি শোক বার্তা ও দাফনকার্যের জন্য নগদ ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকা প্রদান করেন এবং বাহিনীর সকল সুযোগ-সুবিধা তার পরিবারের জন্য অব্যাহত থাকবেন বলে জানান।
৭৬৫ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৭২ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৮৮৫ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৮৯ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
৮৯৯ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৯০১ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৯০২ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯০৬ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে