লাখাইয়ে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত।
লাখাইয়ে দীর্ঘ মেয়াদি খরা ও চলমান তাপদাহ থেকে বাঁচতে বিশেষ নামাজ ইস্তেস্কার এর নামাজ আদায় করা হয়েছে।
উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামে উলামা পরিষদ ও স্থানীয় মুরুব্বি গনের উদ্যোগে এ বিশেষ নামাজ ইস্তেস্কার এর নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার মুড়িয়াউক গ্রামের পূর্ব পাড় খেলার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এতে মুড়িয়াউক গ্রামসহ আশেপাশের নখনাউক,সাতাউক,ধর্মপুর,মশাদিয়া গ্রামের মুসুল্লি সহ শত শত মুসুল্লি অংশ নেন। এছাড়াও এ গ্রামগুলোর মসজিদের ইমাম ও খতিবগন অংশ গ্রহণ করেন।
নামাজে ইমামতি করেন মুড়িয়াউক উলামা পরিষদ এর উপদেষ্টা মাওলানা কারী আবুল কাসেম।
নামাজ শেষে মোনাজাত এ রহমত এর বৃষ্টি পাত হওয়ায় জন্য মহান স্রষ্টার নিকট বিশেষ প্রার্থনা করা হয়।
১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৪ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৬ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮৪ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
৮৮ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৯০ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে