হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের আব্দুর রউফ মিয়া পেশা হিসাবে বেছে নিয়েছেন ভাব্যমান নাক/ কান ফোঁড়ানোর কাজ।তিনি দীর্ঘ ৪ বছর যাবত জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ী ঘুরে সকল বয়সী মেয়ে ও মহিলাদের নাক,কান ফোঁড়ানোর কাজ করে আসছেন।হ্যান্ড মাইকে নাক,কান ফোঁড়ানোর আহবান জানিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় রউফ।যাঁদের প্রযোজন হয় তারা নাক,কান ফোঁড়ায় তাঁর সাহায্যে। আব্দুর রউফ নাক,কান ফোঁড়ানো জন্য নিয়ে থাকেন প্রতিটির ৫০ টাকা হারে।এ কাজে তিনি স্থানীক চেতনানাশক ব্যবহার করে ব্যাথা মুক্ত উপায়ে সহজে যান্ত্রিকভাবে নাক,কান ফোঁড়ানোর করে থাকেন।এতে তাঁর দৈনিক আয় হয় ৮০০-১০০০ টাকা।শনিবার (১৫ অক্টোবর) লাখাইর সিংহগ্রামে জনৈক মহিলার কান ফোঁড়ানোর সময় আলাপকালে আব্দুর রউফ জানান আমার বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট এলাকায়। আমি কৃষি কাজ করে জীবিকা নিরবাহ করতাম।জমজমা তেমন ছিলনা।তাই অতি কষ্টে আমার ৫ সদস্যে পরিবার নিয়ে দিনাতিপাত করতে থাকা অবস্থায় বছর ৪ আগে এ পেশায় জড়িয়ে পড়ি।প্রথম প্রথম তেমন আয়- রোজগার না হলেও দিন দিন এর প্রসার হতে থাকে।বরতমানে আমার আয় অনেক বেড়েছে। আমি এখন দৈনিক ৮০০-১০০০ টাকা মতো আয় করতে পারছি।আমার সংসারে স্বচ্ছলতা এসেছে। ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছি। এ কাজটি পরিশ্রমের হলেও সুখেই আছি।
১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ দিন ৫৬ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
৫৪ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭৬ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৪ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
৮৮ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৯০ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে