সে ফিরে আসুক আবার আমার জীবনে,
তাকে চাই আমি নিঃশ্বাস, প্রশ্বাস আর মরনে !
একবার নয়, বার বার চাই তার প্রেমে পরতে,
যতই আসুক যন্ত্রণা চাই তার দ্বিধায় মরতে।
কোনো এক ফাল্গুনী রাতে হিমেল হাওয়ায় ভেসে,
আসুক ফিরে সেই মানুষটি আমায় ভালোবেসে।
বসন্তের কোকিলের কুহুকণ্ঠ কলতানে,
তার আগমনী বার্তা ঝড় তুলুক আমার মনে।
তবুও আসে যেন সে ফিরে,
ইহকাল-পরকাল হোক আমার তাকে ঘিরে।
শিউলি পলাশ ফোটা ভোরে,
দু'জন মিলে প্রেম কুড়াবো কৃষ্ণচূড়ার ভিরে।
তবুও আসুক সে ফিরে।
কোনো এক কুয়াশা মাখা প্রাতে,
ফের রাকগা যেন হাতে হাত
জোনাক জ্যোৎস্নার নিশিতে।
ফিরে আসুক তবু সে।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, স্নাতক ৪র্থ বর্ষ (বাংলা বিভাগ)
সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ,
আগলা-নবাবগঞ্জ, ঢাকা।
২৬ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
২৬ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৫ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৩ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৫ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে