হিংস্র হাওয়ায় পুষ্প দুলে
ঝরে পরে অবেলায়,
হঠাৎ বৃষ্টি এসে দেয় ভিজিয়ে ছোট্ট পাখি ছানা,
সকল চাওয়া অনিচ্ছায় কেন এমন ভেসে যায়।
বৈরী রোদে মৃত্তিকা চৌচির
অথৈ জলে বান,
সবুজবীথির সুন্দর সজীবতা হারায় অনাবৃষ্টিতে,
আচমকা মেঘে মেঘে ঘর্ষণে কেন হয় ব্রজপাত?
তুমি থাকবে হিংস্র মুক্ত
প্রীতির বাঁধনে,
অকৃত্রিম পবিত্রতার চাদরে-
চাঁদকে যেমন নক্ষত্র রাখে ঘিরে,
তেমনি সহস্র বছরের পর বছর থাকো তুমি হৃদয় নীড়ে।
শারমিন নাহার ঝর্ণা
পাংশা, রাজবাড়ী।
২৬ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৬ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৫ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৩ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৫ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে