তুমি ফুল আমি তারা
তুমি ছাড়া দিশেহারা।
তুমি নদী আমি কূল
তুমি ছাড়া সবই ভুল।
তুমি সাগর আমি ঢেউ
তুমি ছাড়া নেই কেউ।
তুমি আতর আমি সুগন্ধি
তোমার প্রেমে আমি বন্দী।
তুমি ছায়া আমি কায়া
কেনো তোমায় লাগে মায়া?
তুমি গোলাপ আমি তোড়া
ঘর বাঁধিব জোড়া জোড়া।
তুমি রাত আমি দিন
তুমি বিনে বাঁচা কঠিন।
তুমি ছাড়া আমি খরা
বলো কবে দিবে ধরা ?
১৮ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ২ ঘন্টা ২০ মিনিট আগে
২৪ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৩৬ দিন ১৭ মিনিট আগে
৩৭ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫৬ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৫৭ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে