কাল রাতে ঠিক শেষ রাতে তোমায় মনে পড়ছিলো
বুকের ভেতর, মনের ভেতর কেমন জানি করছিলো।
বাইরে তখন বোশেখ হাওয়া, গাছগাছালি দুলছিলো
মনের নদী ঢেউয়ের দোলায় রাগের চোটে ফুলছিলো।
হুতুমপেঁচা থেকে থেকে কেমন জানি ডাকছিলো
জোছনা সকল চাঁদের সাথে সুখ সুরভি মাখছিলো।
শিল্পী হয়ে হৃদয় আমার অতীত ছবি আঁকছিলো
দূরে কোথাও পরাণ চাচা না জানি ক্যান হাঁকছিলো।
কাল রাতে ঠিক শেষ রাতে ফেবুক আমি খুলছিলাম
ম্যাসেঞ্জারের কীবোর্ড গায়ে আঙ্গুল আমি বুলছিলাম।
কাল রাতে ঠিক আমার ঘরে লোডশেডিং ঠিক ছিলো না,
তবুও আমি পাইনি খাতা হয়নি ভাবের মিলও না।
চশমা আমার রাখছি কোথায় একটুও আর মনে নেই,
হায় ইদানিং কেমন জানি অল্প কাজে-ই হারাই খেই।
জিমেইলেতে রাখতে নজর একটি ইমেইল দেখছিলাম,
সেটার জবাব দিলে তুমি যেটা সেদিন লেখছিলাম।
কাল রাতে ঠিক ক'টার সময় জেগেছিলাম জানতে চাও ?
হয়তো হবে তিনটে পঁচিশ, তুমি তখন সেহরি খাও।
কাল রাতে ঠিক শেষ রাতে পড়ছি নামাজ মসজিদে,
প্রভুর কাছে চাইছি ক্ষমা এবার বুঝি যাই জিতে।
শাহীন খান
বানারীপাড়া, বরিশাল।
২৬ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
২৬ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৩১ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩১ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৩ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৫ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৬৩ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৫ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে