তোমার কাছে বর্ষা যখন
অথৈ পরিভাষা,
আমার কাছে বর্ষা তখন
ছিন্ন ব্যাকুল আশা।
তোমার কাছে বর্ষা যখন
সুরেল বীণার তার,
আমার কাছে বর্ষা তখন
হারা মানা এক হার।
তোমার কাছে বর্ষা যখন
গভীর ভালোবাসা,
আমার কাছে বর্ষা তখন
কান্না ও জিজ্ঞাসা।
তোমার কাছে বর্ষা যখন
স্বপ্ন ছবির আঁচল,
আমার কাছে বর্ষা তখন
বাস্তবতার ঢল।
তোমার কাছে বর্ষা যখন
অহংকারের লেশ,
আমার কাছে বর্ষা তখন
জীবন্ত অবশেষ।
তোমার কাছে বর্ষা যখন
আহ্লাদী ফোয়ারা,
আমার কাছে বর্ষা তখন
ব্যর্থ রাতের তারা।
তোমার কাছে বর্ষা যখন
চনমনে সুখ স্নান,
আমার কাছে বর্ষা তখন
স্তব্ধ আলো ম্লান।
তোমার কাছে বর্ষা যখন
হৃদয় জয়ের মালা,
আমার কাছে বর্ষা তখন
ভাসান দেওয়ার পালা।
তোমার কাছে বর্ষা যখন
শুধুই অভিযান,
আমার কাছে বর্ষা তখন
নীরব অভিমান।
রিম্পা ষড়ংগী
- কলকাতা, ভারত।
২৬ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
২৬ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৫ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৩ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৫ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে