ধানের শীষে রং ধরেছে
সোনা ধানে মাঠ ভরেছে
নবান্নের এই মিষ্টি গন্ধে
মন নাচে যে খুব আনন্দে
দেখে নবান্নের এই সাজ,
আমি মাতাল হব আজ।
ভরবে গোলা নতুন ধানে
খুশির জোয়ার চাঁদের বানে
শীতল হাওয়া খেজুর রসে
নবান্ন আজ দ্বারে এসে
বারে বারে দিচ্ছে সাড়া
শীতে কাঁপে গাঁয়ের পাড়া।
নগর গাঁয়ে মায়ের হাতে
নানান রকম পিঠার সাথে
উষ্ণ আদর দেয় বিলিয়ে
ঘরে বাইরে সব মিলিয়ে
বাঙালির এই উৎসব খানা
নবান্নতেই হয় যে জানা।
নূরজাহান নীরা
কবি ও ছড়াকার,
ফতুল্লা, নারায়ণগঞ্জ।
২৬ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
২৬ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
৩১ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩১ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৫ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬৩ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৬৫ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে