নামটি খোকার তাইন কবির
দেখতে ফাইন লাগে,
দেখলে হৃদে মায়া জাগে
প্রেমের অনুরাগে।
মুচকি হাসি লেগেই থাকে
খোকার কচি মুখে,
দুঃখ ব্যথা যায় হারিয়ে
তুলে নিলে বুকে।
দুষ্টামি কেউ করে যখন
খিলখিলিয়ে হাসে,
খুব খুশি হয় কেহ যদি
দাঁড়ায় গিয়ে পাশে।
স্বভাব আচার মিষ্টি ভারী
শান্ত প্রতিক্ষণে,
কাছে দূরে যেথায় থাকি
খোকার বসত মনে।
হাসু কবির
কবি ও ছড়াকার।
২৬ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৬ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩১ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৩১ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৫ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬৩ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৫ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে