মনের নীরব স্বপ্ন সমস্ত বদন জুড়ে;
শিহরণ জাগে চুপিচুপি অনুরাগে।
পাথরের বুক ছিঁড়ে ফুটে মেঘ ফুল
নীরবতার সুপ্ত প্রদীপের গান।
প্রভাতে জোয়ারে কষ্টের নিঃশ্বাস
অনুরাগে বয় মরা ভাটির গাঙে;
হৃদয়ে চুপিচুপি ক্ষতের ব্যথা
পুরোনো ক্ষতে নতুনত্বে জয় গান।
নীরব হচ্ছে নিষ্পাপ স্বপ্নগুলো,
সুখের আশ্বাসে পূর্ণতার মিছিল;
মুষ্টিবদ্ধ নির্ঘুম রাত্রির দুঃস্বপ্নে
আলোয় আবরণ মুছে জীবন গান।
মনের মাঝে সুদীর্ঘ সব অপেক্ষা,
পরিণাম অবশেষে হোক অবসান।
নীরব উপেক্ষার অন্তিম আহুতি
হৃদয়ে বাজে নীরব অনুরাগের গান।
হাবিবা হ্যাপি
পীরগাছা, রংপুর।
২৬ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
২৬ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৪৫ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৩ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৫ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে