কলকল ধ্বনি বেজে উঠে
চির তরুণ কর্ণফুলি বয়ে গেছে
আমার গ্রামের কাছে
নদীর জলে রুই-কাতলা ভাসে।
রুপে-গুনে স্বিন্ধ নদীর জলে
ছেলে মেয়েরা সাতার কাটে।
বর্ষায় স্রোতধারা মিশে কর্ণফুলির জলে
কর্ণফুলির অশেষ দানে ব্যস্ত মাঝি-জেলে।
চিরসুন্দর নদীর ধারায়
উড়ে যায় পাখি নিজের ঠিকানায়
নদীর পানির শীতলতায়
ছুটে চলে উদাসি মন মুগ্বতায়।
স্বর্ণা তালুকদার
কবি,
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
২৬ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
২৬ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৫ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৬৩ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৫ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে