খুশিতে আনন্দিত ধারা
সবাই যেন খুশিতে আত্নহারা
জাগিছে মন মিষ্টি বাতাসে,
কদম ফুলের সুভাসে।
শীতল যেন আকাশ-বাতাস
সরল হাসি পুষ্পবনে
কন্ঠে পুষ্পমালা হাসি নয়নে
বাতাসে শীতলতা বর্ষার দিনে
বনস্পতিও নাচে আদ্রতায় শুভ্রবনে।
বাদলের ধারা ঝরঝরে চারিধারা
এমন ঘনঘোর বর্ষা মেঘস্বরে।
আকাশে জল ঝরে অনিবারে
কত কথা বলিতে চায় তারে,
এমন দিনে ধীরে ধীরে
নামাতে চায় মনোভার তপনহীন বারিধারে।
স্বর্ণা তালুকদার
কবি,
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
২৬ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৫ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৩ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৫ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে