আওয়ামীলীগ নেতা সাইফ উদ্দিন কে প্রথমে বালিশ দিয়ে শ্বাসরোধ করে তারপর ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। নিহত সাইফ উদ্দিনের ময়না তদন্তে পাওয়া গেছে এ আলামত।
সোমবার রাত ৯ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিহত সাইফ উদ্দিনের জানাজায় দেয়া বক্তব্যে এ তথ্য জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
তিনি নিজে ময়না তদন্ত কালে লাশঘরে চিকিৎসকদের সাথে ছিলেন বলে উল্লেখ করে জানান।
সাইফ উদ্দিন কে বালিশ দিয়ে শ্বাসরোধ করে সে কারণে তার জিহবা বের হয়ে দাতের সাথে কামড়ে আছে আর মৃত্যু নিশ্চিত করতে ১৬ বার ছুরিকাঘাত করা হয়।
মরদেহে ১৬ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তবে এমন নৃশংসতা একা কারো পক্ষে করা সম্ভব কি না এ নিয়ে রয়েছে নানান প্রশ্ন।
হোটেলের সিসিটিভিতে যে যুবক কে দেখা যাচ্ছে সে নয়ন নাকি আশরাফুল এ নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। তবে আশরাফুলের পাহাড়তলীর ইসলাম পুরের বাসার সামনে সাইফ উদ্দিনের মটর সাইকেলটি রবিবার রাতভর ছিলো এবং সকালে তা সরিয়ে ফেলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। সেই থেকে আশরাফুলও নিখোঁজ রয়েছে।
অন্যদিকে সিসিটিভিতে দেখতে পাওয়া তরুন কে আশরাফুল বলে দাবী করছে তার নিজ এলাকার নাম না প্রকাশে একটি সূত্র।
সূত্রটি বলছে আশরাফুল পুরাতন রোহিঙ্গা, তারা অনেক আগে এসে কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় বসবাস শুরু করে। স্থানীয় ওয়ামী একাডেমীতে লেখাপড়া করে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তাদের আত্মীয় স্বজন রয়েছে বলে সূত্রটি জানায়।
২ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
২৮ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৯ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫২ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে