কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা বাঁকখালী নদীর চরে মাছ শিকারী ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ১লাখ ৪০হাজার ইয়াবা বোঝাই ২টি ফিশিং বোটসহ সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সদস্য এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ১৫আগস্ট ভোররাত পৌনে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিএসসি ) এর চৌকষ আভিযানিক দল সমুদ্র পথ দিয়ে ফিশিং বোটে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদরের খুরুশকুল ইউপির ৮নং ওয়ার্ডস্থ খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের সামনে বাঁকখালি নদীর চরের দিকে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় কক্সবাজার উত্তর নুনিয়ার ছড়ার মৃত সিদ্দিকের পুত্র মাহমুদুল হক (৫৩) কে গ্রেফতার করা হয়। এ সময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যতেে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বোটের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১লাখ ৪০হাজার ইয়াবা,২টি মোবাইল ফোন ও ২টি সীম কার্ড উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ফিশিং বোট জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
২৮ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৯ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫২ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে