কক্সবাজারে অনলাইনে পুষ্টির বার্ষিক কর্মপরিকল্পনা দক্ষতা বিষয়ে দুইটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রথম দিন ৮ আগস্ট কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া ও কুতুবদিয়া উপজেলা এবং দ্বিতীয় দিন ৯ আগস্ট রামুতে, টেকনাফ, মহেশখালী ও পেকুয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টাফরা অংশগ্রহণ করেন।
কক্সবাজার সিভিল সার্জন অফিস , বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের AMAN প্রকল্পের সহায়তায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের পরিসংখ্যানবিদদের জন্য অনলাইনে পুষ্টি’র বার্ষিক কর্ম পরিকল্পনা অনলাইনে এন্ট্রি এবং এর অগ্রগতি পরিবীক্ষণ বিষয়ক একদিন করে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাদিয়া আফরোজ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডা. তাহেরুল ইসলাম খান, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. আকতার ইমাম , উপ-পরিচালক ডা. নুসরাত জাহান মিথেন, উপ- পরিচালক ডা. নুসরাত জাহান , সহকারী কমিশনার নওশিন ইবনেঈ হালিম এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের ট্যাকনিক্যাল এডভাইজার ইফতিয়া জেরিন।
প্রশিক্ষনে অতিথিরা বলেন, স্বাস্থ্যবান জাতি গঠন হলেই দেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। এর জন্য সর্বস্তরের মানুষের জন্য পুষ্টি সুনিশ্চিত করতে হবে। “সবার জন্য পুষ্টি “এটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ দেশব্যাপী কাজ করছেন।
প্রশিক্ষণে পুষ্টি বিষয়ক বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়মিত প্রনয়ন অনলাইনে তা এন্ট্রি এবং তার নিয়মিত অগ্রগতি তদারকি করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল ও ডাক্তার কনিনিকা দস্তিদার।
২ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
২৮ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৯ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫২ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে