কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন কটেজ জুনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে এই উচ্ছেদ অভিযান শুরু করে। দুইটি স্কেবেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক পিলার। ভেঙে ফেলা হচ্ছে অবৈধভাবে নির্মিত ভবন।
কউক থেকে জানা যায়, ১৯৯৬ সালে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে ৭ দশমিক ৫ একর জমি বরাদ্দ দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পরের বছর ১৯৯৭ সালে ওই বরাদ্দ বাতিল করে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সমিতি অবশিষ্ট ২ দশমিক ৫০ একর জমির জন্য উচ্চ আদালতে রিট করে।
২০১৬ সালে সমিতির পক্ষে রিভিউ পিটিশন দাখিল করা হলে সেটিও ২০১৯ সালে বাতিল করে ওই জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদের আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে এই অভিযানে নেমেছে কউকের ভ্রাম্যমাণ আদালত।
১ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
৩৩ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৩ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৯ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৫১ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে