বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু

চিলমারীতে নদী ভাঙ্গন ঠেকাতে, স্থানীয় জনগণের উদ্যোগে বাঁধ নির্মানের কাজ শুরু

চিলমারীঃ নদী ভাঙ্গন ঠেকাতে, স্থানীয় জনগণের উদ্যোগে বাঁধ নির্মানের কাজ শুরু
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী ইউনিয়নকে নদী ভাঙ্গনের হাত থেকে ঠেকাতে, গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ শুরু করেছেন স্থানীয় জনগণ। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সহায়তায় ভাঙ্গন ঠেকাতে, ইউনিয়নের পশ্চিম পাশে প্রায় ৩কি: মি: এলাকা জুড়ে চলছে গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ। আশার আলো দেখতে শুরু করেছেন এলাকাবাসী। সরকারের কাছে সাহায্যসহ ভাঙ্গন থেকে বাঁচার জন্য দাবি জানান স্থানীয় জনগণরা। 
জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারনে সারা বছর ভাঙ্গছে নদী, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। ফলে প্রতি বছর হাজার হাজার একর জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। ভাঙ্গনে বাড়ি-ঘর, জমি-জমা সব হারিয়ে নিঃস্ব হচ্ছে শতশত পরিবার। এমন কি ভাঙ্গন থেকে রক্ষা পাচ্ছে না, চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন ও। দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গণ হলেও ভাঙ্গন ঠেকাতে তেমন কোন কাজ হয়নি, কাজ না হওয়ায় এই ইউনিয়নের চেয়ারম্যান এলাকাবাসীর নিকট সহযোগিতা চেয়েছেন। এলাকাবাসীরা শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। আর ভাঙ্গণ ঠেকানোর কাজ শুরু হওয়ায়, অনেক খুশি হয়েছেন নদী ভাঙ্গন কবলিত এলাকার জনগণ। উক্ত ইউনিয়নের বাসিন্দা মাইদুল ইসলাম বলেন, আমরা নদী ভাঙ্গনের কারনে অনেকই একে বারে নিঃস্ব হয়েছি। সরকারি ভাবে নদী ভাঙ্গন ঠেকাতে কোন কাজ না হওয়ায়, আমরা এলাকার জনগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ উদ্যোগে নদী ভাঙ্গন ঠেকাতে কাজ করায় আমরা অনেক খুশি হয়েছি। কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী রোকেয়া ইসলাম বলেন, বেম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে এই নদী ভাঙ্গন ঠেকাতে বাঁধ তৈরী করা হচ্ছে। আমার বিশ্বাস বেম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যাপক ভাবে সফল হবে। এই প্রযুক্তি ব্যবহার করে স্বল্পব্যায়ে নদী ভাঙ্গণ ঠেকাতে সফল হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, নদী ভাঙ্গনের কারনে আমার ইউনিয়নের হাজার হাজার পরিবার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন ও ৪টি ওয়ার্ড নদী ভাঙ্গনের ঝুকিতে আছে। বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে আমার ইউনিয়নসহ পাশ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের ৭/৮হাজার পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙ্গণ থেকে রক্ষা পাবে। আমার জন্মস্থান এটা, আমি চেষ্টা করব চরাঞ্চলের মানুষের সব ধরনের সমস্যা সমাধানে তাদের পাশে থাকতে। অবহেলিত চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে ২টি কমিউনিটি ক্লিনিক, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি জুনিয়র হাই স্কুল, মসজিদ ও মাদ্রাসাসহ কয়েক হাজার বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলী জমি। দীর্ঘ ২৫ বছর এই ইউনিয়ন এবং পাশ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবার একই সঙ্গে বসবাস করে আসছেন। কিন্তু গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরের প্রায় ১ হাজার একর আবাদি জমি ও প্রায় ২শতাধিক পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বসতভিটা এবং আবাদি জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিবার গুলো। অবশেষে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ভাঙ্গন ঠেকাতে, গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন এলাকাবাসী। এর আগে শুক্রবার কাজের উদ্বোধন করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু হোসাইন সিদ্দিক রানা, ইউনিয়ন পরিষদের সকল  সদস্যসহ স্থানীয় অনেক জনগণ উপস্থিত ছিলেন।

আরও খবর