সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম  নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে ছাত্র-জনতার আনন্দ মিছিল মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদলের কর্মী শুভ এবং মাহিন নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, চারজনের বিরুদ্ধে অভিযোগ আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ আমি তোমাদের ডাক্তার ভাই, আন্তরিক ও ভালোবাসার সেবায় নিয়োজিত ছিলেন ডা: এড্রিক বেকার ঢাকা - না:গঞ্জ রুটে রেলের ডাবললাইন প্রকল্পের কাজ শুরু দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত ঝিনাইদহে বজ্রপাতে নিহত কৃষক পরিবার পেল আর্থিক সহায়তা মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নন্দীগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আলোচনা সভা

বরিশাল বিএপির বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন।




আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ২৯ মে সোমবার সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত  রেঞ্জ ডিআইজি, বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান মহোদয়। সভার শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মহুতি দিয়েছেন তাদেরকে গভির শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট নীরবতা পালনসহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় সভাপতি মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, জাতির পিতার নীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব; কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর সেই নীতিতে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ হিসেবে আজ শুধু বাংলাদেশে নয়, শান্তিরক্ষায় পুরো পৃথিবীতে অনন্য অবদান রেখে যাচ্ছে । শান্তিরক্ষায় আজ বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন তথা সেসব দেশ পুনর্গঠনেও এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 



এর আগে সকাল ১০ঃ৩০ টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক  পায়রা  উড়িয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩  উদযাপনের শুভ সূচনা করা হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বরিশাল জেলা পুলিশ লাইন্স চত্বরে এসে সমাপ্ত হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন জনাব খন্দকার মনোয়ারুল হক, ATWC, PSC, অধিনায়ক, রাডার ইউনিট বরিশাল, কমান্ডিং অফিসার, ১০ এপিবিএন, বরিশাল জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁয়া, ৬২ ইষ্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক ও জিওসি মহোদয়ের প্রতিনিধি, শেখ হাসিনা সেনানিবাস বরিশাল, লে. কর্ণেল জনাব মোহাম্মাদ মাহবুব হাসান চৌধুরী, এলএসসি, পিএসসি, লে. কর্ণেল জনাব মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, কমান্ডিং অফিসার, র‍্যাব-৮, বরিশাল, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের,  জেলা প্রশাসক, বরিশাল মহোদয়ের প্রতিনিধিসহ জনাব মোঃ আনোয়ার হোসেন, (CFO), ইউনিসেফ, বরিশাল, জনাব রহিমা সুলতানা কাজল, নির্বাহী পরিচালক আভাস বরিশাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ ও বিভাগীয় সকল পুলিশ ইউনিটের সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর