সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম  নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে ছাত্র-জনতার আনন্দ মিছিল মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদলের কর্মী শুভ এবং মাহিন নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, চারজনের বিরুদ্ধে অভিযোগ আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ আমি তোমাদের ডাক্তার ভাই, আন্তরিক ও ভালোবাসার সেবায় নিয়োজিত ছিলেন ডা: এড্রিক বেকার ঢাকা - না:গঞ্জ রুটে রেলের ডাবললাইন প্রকল্পের কাজ শুরু দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত ঝিনাইদহে বজ্রপাতে নিহত কৃষক পরিবার পেল আর্থিক সহায়তা মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নন্দীগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

বরিশালে দলের প্রতি সম্মান দেখিয়ে তিন কাউন্সিলরের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা


আসন্ন সিটি করপোরেশন নির্বাচন বিএনপি বর্জনের ঘোষণা দিলেও বরিশালে দলের সেই সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁরা আগেভাগেই নিজ নিজ এলাকায় নানা তৎপরতা শুরু করেছিলেন। এ নিয়ে তফসিল ঘোষণার পরই নগরজুড়ে কানাঘুষা ছিল যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলটির অনেক নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তবে নগর বিএনপির দায়িত্বশীল নেতারা এমন সম্ভাবনাকে তখন পাত্তা দেননি।মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডের অন্তত ২৫টি ওয়ার্ডে দলের নেতারা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে দলের ভেতরে অস্বস্তি ছিল। এসব প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখতে দলের দায়িত্বশীল নেতারা নানা তৎপরতা চালান। এতে কয়েকজন নেতা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেও বেশির ভাগের ক্ষেত্রেই এই তৎপরতা সফল হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দলের নেতারা মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন। তবে বেশিরিভাগ বিএনপি কাউন্সিলর প্রার্থীই গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তাদের মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এর মধ্যে বর্তমানে বিএনপি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে বিসিসির ১৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি’র ১ নং সদস ̈ আ ন ম সাইফুল আহসান আজিম এবং ২২ নং ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী বরিশাল জেলা দক্ষিন যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ হাবিবুল্লাহ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেনবরিশালের ২২ নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আ ন ম সাইফুল আহসান আজিম বলেন, “আমি দুইবার কাউন্সিলর ছিলাম তারাপরও সরে দাঁড়াচ্ছি কারণ দলে আমার আরো ভালো পদ পাওয়ার সম্ভবনা আছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে রাজনীতি করতে চাই।”তবে তার কথা,”অনেকেই নির্বাচন করবেন বহিষ্কার হলেও। এ ব্যাপারে দলের আরেকটু উদার হওয়া দরকার ছিলো। কারণ বিএনপির কাউন্সিলর না থাকলে আমাদের লোকজন বয়ষ্ক ভাতাসহ আরো অনেক সুবিধা পাবেন না।দেশের অন্য সিটিগুলোতেও বহিষ্কার হলেও অধিকাংশই নির্বাচন করবেন। বিশেষ করে বিএনপির বর্তমান কাউন্সিলর, আগে যারা কাউন্সিলর ছিলেন এবং যারা মনে করেন জিতবেন তারা নির্বাচন করবেন দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সরে দাঁড়ানো ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং বরিশাল জেলা দক্ষিন যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বলেন, সাধারন জনগণের চাওয়াতে নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনে ছিলাম এবং সাধারন ভোটারদের চাপে পরেই মনোনয়নপত্র জমা দিয়েছি। কিন্ত শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারিনি। তাই দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।এদিকে মহানগর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে যে সকল বিএনপির কাউন্সিলর প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ। এবিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এটা আগেই জানানো হয়েছে। তারপরও যদি বিএনপির পদধারী কোনো নেতা নির্বাচনে যায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে জানতে চাইলে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, ‘যাঁরা প্রার্থী হয়েছেন, আমরা তাঁদের আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করব। তা না করলে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, সেটা বাস্তবায়ন হবে। 

আরও খবর