বগুড়ার আদমদীঘিতে দোকান ঘরে ঢুকে জানালা খুলে দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে রুহুল আমিন বাবলু (৫৫) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) সকাল ৬টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। সে বশিকোড়া হাটখোলা পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
জানাযায়, আদমদীঘির বশিকোড়া হাটখোলা পাড়ার রুহুল আমিন তার শশুড়বাড়ির মন্ডলপাড়া গ্রামে মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। শনিবার সকাল ৬টায় তিনি দোকান ঘরের ভিতর ঢুকে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় বাবলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন বাবলুকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার জানায়, ওই দোকান ঘরে বিদ্যুতের তার ক্রটিপুর্ন থাকায় লিকেজ হয়ে জানালায় বিদ্যুতায়িত ছিল। রুহুল আমিন বুঝতে না পেরে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
২ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে