নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অভয়নগর কাঠবিড়ালির আক্রমণে নারিকেলের মারাত্মক ক্ষতি।

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় বাদামী কাঠবিড়ালির উপদ্রব আশঙ্কাজনহারে বেড়ে গেছে। অন্যান্য ফল-ফসলসহ নারিকেল গাছে অনিষ্ট সাধন করছে। কচি থাকতেই কামড়ে, খেয়ে নষ্ট করে দিচ্ছে। বাদামী কাঠবিড়ালি নারিকেল গাছে উঠে ডাব-নারিকেলের সর্বনাশ করছে। নারিকেল পাড়ার সময় দেখা যায়, নারিকেল ঝুলে আছে গাছে, অথচ  কাঠবিড়ালিতে খেয়ে ফেলেছে ছিদ্র করে। 

 

কাঠবিড়ালি। প্রাণীটি ছোট্ট। দুষ্ট ও আদুরে দেখতে। তবে ‘উন্নয়নে’র পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাণীটি। তাই তো কাঠবিড়ালি নিয়ে বিস্তর আলাপ-আলোচনা চলছে এলাকায়।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষের সাথে কথা বলে জানাযায়, নারিকেল গাছে বাদামী কাঠবিড়ালির বেপরোয়া এবং  লাগামহীন ক্ষতিসাধনের কথা জানা গেছে।

 সারাবছরই  গ্রামীণ জনপদের কৃষকসহ বেশিরভাগ মানুষের পুষ্টিকর ফল খাওয়া ও বাড়তি ফলন বিক্রি করে প্রচুর টাকা আয় করার  নিশ্চিত সুযোগ থাকার পরও তা বানচাল করে দিচ্ছে বাদামী কাঠবিড়ালি।

 কাঠবিড়ালি বছরে কোটি কোটি টাকার কষ্টার্জিত নারিকেল নির্বিচারে নষ্ট করছে।গ্রামের সর্বত্রই ব্যাপক বিস্তার লাভ করেছে বলে  ভুক্তভোগিদের অভিমত।


একসময় এ প্রাণীটি মানুষের আনাগোনা ভয় পেতো, ফলন খেয়ে ফেলতো  গোপনে,  এখন সারাদিন নারিকেল গাছে লাফিয়ে লাফিয়ে চলে, সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছে ছোট্ট প্রাণিটি।মানুষ দেখলে ভয় পায়না। তাড়ালে ঘুরে দাঁড়ায়, আশপাশে লাফালাফি করে। ছিদ্র করা নারিকেল /কচি ডাব সারা গাছ তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। 


আগে বড়বড় ফল গাছ, যেমন একগাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে চলাচল করতো। এখন এরা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে  ওঠেছে। ছোট ছোট ফলজ গাছ ও  ফাঁকা জায়গায় এমনকি  মাটিতেও বিচরণ করে ঘরের আঙ্গিনার শখের লাগানো প্রিয় ফলজ গাছের উপরও মুহুর্তেই আক্রমণ করতে কুণ্ঠাবোধ করছে না বোপরোয়া হয়ে ওঠা এ ক্ষুদ্র কাঠবিড়ালি। 

বাদামী কাঠবিড়ালি আক্রমণে দিশেহারা সব শ্রেণির কৃষক ও ফলবাগান মালিক। অসময়ে উৎপাদন হয় এমন ধরনের মূল্যবান ফল-ফসল  নির্বিচারে খেয়ে নষ্ট করছে কাঠবিড়ালি। এতে করে আর্থিকভাবে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে ভুক্তভোগিদের।

কাঠবিড়ালির নষ্টামি আশঙ্কজনকহারে বেড়ে গেছে বলে অনেকেই মনে করছেন।

প্রতিটি নারকেল ও ফলজ গাছ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে। আর নারকেল গাছে ঢেউটিন বেঁধে দিলে ওসব গাছে সহজে কাঠবিড়ালি ওঠতে পারে না।

এ বিষয়ে অভয়নগর উপজেলা কৃষি অফিসারের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান যে, এরা এভাবেই ক্ষতি করে যাচ্ছে এদের প্রতিকার করা খুবই কষ্টকর।এদের দমন করার মতো তেমন পদ্ধতি নেই।

মানুষের অতি প্রয়োজনীয় নারিকেল যে ভাবে লাগাতার নষ্ট করছে তাতে জনগনের চহিদা মেটানো কষ্ককর হবে বলে অনেকই মনে করছেন। 

আরও খবর