যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও কচুরিপানা অপসারনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।খালের পানির স্বাভাবিক প্রবাহ জলাবদ্ধতা হ্রাস করবে। খালের ওপর পুরু হয়ে জমে থাকা কচুরিপানা, শ্যাওলা, আগাছা, আবর্জনা, অবৈধ নেট-পাটা যথাযথ ভাবে অপসারণ করা হলে আগামী মৌসুমে বোরো ধানসহ সামগ্রিকভাবে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।
একই সাথে খালের পানি পরিষ্কার থাকবে এবং লুপ্তপ্রায় দেশীয় মাছ প্রাকৃতিক উৎসে বংশবৃদ্ধির সুযোগ পাবে। এ বিষয়টির উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, প্রমুখ।
১ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে