রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ

ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধা’র ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও শিক্ষকেরা।শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করেন তারা।


 এসময় শিক্ষার্থীদের হাতে ‘নওরীনের মৃত্যুর রহস্য উন্মোচন হোক’, ‘ সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’, ‘তদন্ত কাজ কোন গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত না হোক’ সহ বিভিন্ন ব্যানার ও প্লাটুন দেখা যায়।


মানববন্ধনে ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহিদা আখতার, বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান সহ বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগ ও সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধনে মিলিত হয়।


নওরীন নুসরাতের সহপাঠী শাহজাহান আলী বলেন, ‘নওরীনের যে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এটিকে আমরা আত্মহত্যা বলে মেনে নিতে পারছিনা। যদি আত্মহত্যাও হয়ে থাকে তার পেছনে প্ররোচনা রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’


বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল পদে থাকার ফলে আমি বিভিন্ন শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় অভিভাবকদের পাশে থেকে তাদের সাথে কথা বলেছি। তবে অন্য ঘটনাগুলোর সাথে নওরীনের মৃত্যুর ঘটনাটি এক নয়। আমার কাছে এটি আত্মহত্যা মনে হচ্ছে না। আমি নওরীনের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ‘


আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘নওরীনের মত মেধাবী শিক্ষার্থী যে নিজের মেধাকে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে আত্মহত্যা করবে বলে আমও বিশ্বাস করিনা। এই ঘটনার তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের প্রত্যাশা করছি।’


আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের বিভাগের সভাপতি শাহিদা আখতার বলেন, ‘নওরীন মেধা দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়কে না সে পুরো দেশকে প্রতিনিধিত্ব করেছে। ডিবেট থেকে শুরু করে এমন কোন সাংস্কৃতিক অঙ্গ নেই যে ওর অবদান নেই। ও দেশের কথা ভেবেছে চিন্তা করেছে। নওরীনের রহস্যজনক মৃত্যুর পেছনে বড় কোন কারণ রয়েছে। এটির তদন্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’


প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৮ আগস্ট) সাভারের আশুলিয়া এলাকার ৬ তলা ভবন থেকে পড়ে বিয়ের ১৬তম দিনে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধা’র।

আরও খবর