চাষের জমিতে পানি ঢুকানো নিয়ে আহত রিপন, হাসপাতালে ভর্তি। ৫৮দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা উপলক্ষে র‌্যালী রাজশাহী-১ আসনে শরীফ উদ্দিনকে চাই তৃণমুল বিএনপি জয়পুরহাটে নানা আয়োজনে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাভাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯৫ শতাংশ কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ৫ মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু সিরাজগঞ্জে মাসব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল ও অনূর্ধ্ব ১৪ অ্যাটলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা আন্তর্জাতিক শ্রমিক দিবসেনাগরপুরে ইজিবাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালী ও আলোচনা সভা মাগুরায় শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ নওগাঁয় ছাত্রীকে ধর্ষণ মামলায় অবশেষে প্রধান শিক্ষক আটক শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি বকুল মোল্লার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও শৈলকুপায় ঋণের কারণে মৃত ব্যক্তির জানাজা আটকে দিলেন পাওনাদাররা! প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাইবান্ধার ঢোলভাঙ্গায় ট্রাক চাপায় নিহত দুই যুবক, আহত আরও দুই জন। হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর ৪৩ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা রামগড় উপজেলা প্রশাসন ও শ্রমিকদলের আন্তর্জাতিক ১লা মে দিবস পালিত শ্রমিক দিবস উপলক্ষে ইবিতে শ্রমিকদের নিয়ে তরমুজ উৎসব ও স্বাস্থ্য ক্যাম্পেইন

৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুর ইউনিভার্সিটি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গত শনিবার (৮ মার্চ) জাবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিয়ে শুরু করে এক সপ্তাহ যাবৎ বিশ্ববিদ্যালয়ের ৭ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। সপ্তাহজুড়ে বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন বিভাগের মোট ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়৷ জানা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভ্যন্তরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুত্র ইউনিভার্সিটি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চায় না বিধায় তাদের দাবি কে সম্মান জানিয়ে ক্যাম্পাসের বাহিরে আয়োজন করেছে বলেন জানায় শিবির৷ উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী একটি অফিস আদেশের মাধ্যমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে মোহাম্মদ মোরসালিন জানান, “পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভাগভিত্তিক সপ্তাহব্যাপী গণ-ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই আয়োজনে শিক্ষার্থীদের বিপুল সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। রমাদানের তাৎপর্য ও শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ৷” জিওলজি বিভাগের শিক্ষার্থী মোঃ শাহ জালাল বলেন, “ছাত্রশিবিরের উদ্যোগে জিওলজি বিভাগের সকল ছাত্রদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদেরকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ইসলামী ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য আশা-প্রত্যাশাগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।”
আরও খবর