সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২১মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জের  বানোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাজ্ঞণে ২৫মার্চ গণহত্যা মহান মুক্তিযুদ্ধার সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও সভার  সভাপতি  আব্দুছ ছালাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট  কে এম হোসেন আলী হাসান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি ছাত্রদের  উদ্দেশ্য বলেন,বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাব না।

ইতিহাসের সেই ঘৃণিত চক্র এখনো সক্রিয় রয়েছে,। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।

অনুষ্ঠানে সভাপতি  

আব্দুছ ছালাম খাঁন তিনি তার সমাপনী বক্তব্য বলেন,বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাব না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সালের ২রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন; ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে দীর্ঘ ২৩ বছরের শাসন-শোষণ থেকে মুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন এবং ১৫ই মার্চ থেকে ৩৫দফা নির্দেশনা পালনের আহব্বান জানান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( দিবা শাখা) মো. মহসীন নূরী, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) প্রভাতি শাখা সনাতন দাস,  প্রমুখ। অনুষ্ঠানে  বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের  সহকারী  শিক্ষক মো. মেহেদী হাসান। 

উল্লেখ্য ঃ  জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান কে স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম খাঁন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি বই তার হাতে  তুলেদেন, এবং  অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান তিনি কমলমতি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ বিষয় বই পড়বার জন্য ও ২০ হাজার টাকা বই  উপহার ঘোষণা করেন।

আরও খবর