চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ সমন্বিত ভাবে এই দিবস পালন করে।  

এই দিবস পালন উপলক্ষে শহর জুড়ে পোস্টার লাগানো হয়। এছাড়া মানববন্ধন ও আলোচনা সভা কুইজ প্রতিযোগিতায় ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজী ফজলুল মতিন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান ।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনার সহকারী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আ ফ ম ওবায়দুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর মোঃ মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,এনডিপি’র পরিচালক মোঃ মসলেম উদ্দিন। অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, বি এল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, হৈমবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সরকার ছানোয়ার হোসেন,সদস্য মো. হোসেন আলী ( ছোট্ট), কাজি সোহেল রানা, মোছাঃ  মাকসুদা খাতুন, মোছাঃ আন্জুয়ারা খাতুন, মওলানা শহিদুল ইসলাম ও গৌতম সাহা। প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপারিত করতে সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুদ্ধাচার চর্চা করতে হবে। তিনি বলেন দুর্নীতি হচ্ছে  নৈতিক বা আদর্শের বিচ্যুতি। বড় আকারে বললে বলা যায় দুর্নীতি হচ্ছে ঘুস খাওয়া, অপরের সম্পদ ঘ্রাস করা, ক্ষমতার অপব্যহার। সর্বপরী  মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি। তাই যার যার অবস্থান থেকে মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তবেই একদিন এই দিবস পালন সার্থক হবে।    

শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা, দুদক পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। আলোচনার মাঝে  মাঝে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী জোবায়ের জিকো ও শ্রীপর্না সাহা। শেষে মুজিব সড়কে মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। অতিথিবৃন্দের সাথে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,বিএনসিসি দল , স্কাউট দল ও ছাত্র-ছাত্রীরা এসব কর্মূচীতে অংশ গ্রহন করেন।

উলে­খ্য জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে বাংলাদেশে সরকারী ভাবে এই দিবসটি পালন করা হয়।

আরও খবর