বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু

ঝিনাইগাতীতে মিস্টার আলীর পক্ষে অভিযোগ প্রত্যাহার চাওয়ায় অতর্কিত হামলা

শেরপুরের ঝিনাইগাতীতে প্রভাবশালী কৃষক আব্দুল মান্নান তিনি বিএডিসি অনুমোদিত সেচ ছাড়পত্র সুবিধা নিতে তারই চাচাতো আপন বড় ভাই মিস্টার আলীর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহার চাওয়ায় কৃষক মিস্টার আলীর শ্যালক মোস্তাফা ও তার পরিবারের উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।


২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সরজমিন গেলে কৃষক মিস্টার আলীর পক্ষে তার শ্যালক মোস্তফা ও তার পরিবার জানান রাণীশিমুল মৌজার ৬৯০ নম্বর দাগে গত ৩ বছর যাবৎ বিএডিসি অনুমোদিত সেচ ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে আবেদন করে আসছিলেন মিস্টার আলী । কিন্তু একই দাগের পাশে ওছিমদ্দিনের পুত্র আব্দুল মান্নান এর নামে সেচ ছাড়পত্র -২০২০ সাল থেকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ থেকে অনুমোদন দেওয়া আছে। বিএডিসি অনুমোদিত সেচ সংযোগ নিয়ম অনুযায়ী তাহার সেচ ছাড়পত্র হতে আমার আবেদন কৃত সেচ ছাড়পত্র দূরত্ব ৮ শত ৭৭ ফিট। এমতাবস্থায় বিএডিসি অনুমোদিত নতুন সেচ ছাড়পত্র নিতে শ্রীবরদী উপজেলার বিএডিসি কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন মিস্টার আলী।


এদিকে মিস্টার আলী যাতে বিএডিসি অনুমোদিত সেচ ছাড়পত্র নিতে না পারেন সে লক্ষ্য নানান ষড়যন্ত্র করে আসছেন আব্দুল মান্নান। পরবর্তীতে মিস্টার আলীর সেচ আবেদনটি বাতিল চেয়ে মিথ্যা অভিযোগ করেন মান্নান। যে কারণে কৃষক মিস্টার আলীর নামে বার বার আবেদন করেও নতুন করে বিএডিসি অনুমোদিত সেচ ছাড়পত্র আজও মিলেনি। তিনি আরও বলেন, আব্দুল মান্নান ২০১৭ সালে বিএডিসি অনুমোদিত ১টি সেচ নেন। ওই সেচের আওতায় নিচু এলাকার জমির চাষাবাদ হয়। উঁচু জমিতে চাষাবাদের জন্য মিস্টার আলী সেচের আবেদন করলে তিনি ষড়যন্ত্র করে মিস্টার আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মিস্টার আলীর সেচ ঠেকাতে তিনি আরও একটি সেচ ছাড়পত্র আনেন। এ নিয়ে গত পাঁচ বছরের মধ্য ২টি বিএডিসি অনুমোদিত সেচ নেন আব্দুল মান্নান। জমি অল্প থাকায় তার দ্বিতীয় সেচ টি তার নিজের জন্য আবারও নিচু এলাকায় স্থাপন করে বৈদ্যুতিক খুঁটি ও লাইন সংযোগ সম্পন্ন করতে বেপরোয়া হয়ে পড়েন।


অধিকাংশ উঁচু জমি গুলো শ্রীবরদী উপজেলার আওতায় হওয়ায় চলতি মৌসুমে স্কীম আবাদ থেকে বঞ্চিত রাণীশিমুলসহ পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। গত ২০ জানুয়ারী শুক্রবার বিকালে আব্দুল মান্নান ও তার ভাড়াটিয়া লোকজনসহ কিশোর গ্যাংদের মাধ্যমে ভয়ভীতি ও প্রান নাশের মারাক্তক হুমকি দেন। সেদিন থানা পুলিশ সহ এলাকাবাসীর সামনে মিস্টার আলীর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তিন দিনের মধ্য তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন আব্দুল মান্নান। প্রায় দুই সপ্তাহ সময় অতিবাহিত হলেও তার দেওয়া প্রতিশ্রুতি না রেখে আজ আবারও তিনি পুর্ব পরিকল্পিত ভাবে বৈদ্যুতিক খুঁটি বসানোর নামে ভাড়াটিয়া লোকজন ও লাঠিসোটা নিয়ে রাণীশিমুল বাজার সংলগ্ন রাস্তার পুর্বপাশে অবস্থান নিয়ে চারপাশ ঘেরাও করে ভয়ভীতি প্রদর্শন করে। একি সাথে বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাবার সময় তাদেরকে মিস্টার আলীর বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ তুলে নিতে বলা হলে সাথে সাথে তারা অতর্কিত ভাবে হামলা চালায়।


এ হামলার ঘটনায় মোস্তফা, তার স্ত্রী ও শাশুড়ি সহ আরও বেশ কয়েকজন দিন মজুর ও কৃষক আহত করে নিলাফুলা জখম করে। বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও জানান তারা। এ ব্যাপারে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সোহাগ বলেছেন বিষয়টি সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনও সংঘর্ষ না হয় সেদিকে লক্ষ্য রেখে উভয় পক্ষের সেচ ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আরও খবর