র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশী ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক সম্রাট কামাল হোসেনকে গ্রেফতার করেছে। ধৃত কামাল হোসেন শেরপুর জেলার সদর উপজেলার গণই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা মৃত আঃ মালেকের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ভাতশালা গ্রামের সাবিনা ইয়াসমিনের বশতঘরে অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক সম্রাট কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিতে ওই বসতঘর থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব সূত্র আরো জানিয়েছে মাদক সম্রাট কামাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল এবং তার বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে র্যাব-১৪ সদস্যরা কামাল হোসেনকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। অপরদিকে, ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে র্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার চৈতনখিলা পূর্বপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিক মহুরীর বসতঘরে অভিযান চালিয়ে ১৩৭ বোতল বিদেশী মদসহ মোঃ আঙ্গুর (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একইদিনে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চাঁন্দের নগর গ্রামে এক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ১টি মিনিট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- মো. নজরুল ইসলাম (২০) শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা গ্রামের মো. মোক্তার আলীর ছেলে ও মো. দুলাল মিয়া (২৬) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাড়িরহাটি গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।
২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে