ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১০ জুলাই সোমবার দুপুরে উপজেলার ঐতিহাসিক কাটাখালী সেতু ও শহীদ নাজমুল স্মৃতি চত্বরের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র শেরপুর শাখার ম্যানেজার পার্থ সারথী ঘোষ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, স্থানীয় সংগঠন ‘আমরা ১৮ বছর বয়স’ আহ্বায়ক তুষার আল নূর প্রমুখ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র শেরপুর শাখার ম্যানেজার পার্থ সারথী ঘোষ জানান, তাদের ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার ১০টি স্থানে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করবেন তারা।
১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে