“প্লাস্টিক দূষনের সমাধানে সামিল হই সকলে” এ মূলসুরের উপর ভিত্তি করে নালিতাবাড়ী উপজেলায় কারিতাস সিডস কর্মসূচি কিশোরী সংলাপের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। ৫ জুন সোমবার এস,এস,টি সভানেত্রী কল্পনা রানী হাজং এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিড্স কর্মসূচির পি,ও মিষ্টার প্রনয় কুমার ম্রং, কারিতাস সিড্স কর্মসূচির উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা, সি,এস,পি রেজাউল করিম, মাঠ সহায়ক হাসিনা স্নাল, বেবী অমিতা সাংমাসহ ২০ জন কিশোরী ও এস,এস,টি সদস্য এবং অভিভাবক সহ মোট ৩৫ জন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৃক্ষ রোপণ করা হয়।
১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে