শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গলাচিপা-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমখোলা ইউনিয়নের মুদিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের রব সিকদারের ছেলে। সে সাব কনট্রাকটর হিসেবে কাজ করতেন।
জানা গেছে, সকালে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহর দান নামে বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মোটরসাইকেলসহ আরোহী রফিক বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।
গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২২ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৭ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৭ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮১ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮৯ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে