ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশের ন্যায় গলাচিপায় ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।
এ সময় ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।
ইতিমধ্যে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সভা সেমিনার, ব্যানার-ফেস্টুন স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং করে নদীতে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে জেলেদের সচেতন করা হয়েছে।
অভিযানের সময় যেন জেলেরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকেন কার্ডধারী জেলে পরিবারকে মানবিক সহায়তা অংশ হিসেবে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে । গলাচিপা উপজেলায় জেলায় ১৫ হাজার ৫০০ কার্ডধারী জেলে রয়েছে।
অবরোধকালীন জেলেদের পথ নাটক, গান, খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।
কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন বরফ কল মালিক ও মৎস্য ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের ও মৎস দপ্তরের থেকে অবরোধকালীন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ আত্নসাতের চেষ্টা করে থাকেন। এ ধরণের আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ।
মহিউদ্দিন আল হেলাল
ইউএনও, গলাচিপা
২ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৭ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬৭ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮১ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে