পটুয়াখালীর মির্জাগঞ্জে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
ওইদিনই বিকাল ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান'র উপস্থিতিতে থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজা নামাজে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে রাতে উপজেলার ঝাঁটিবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বসয় হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সুবিদখালী সদরস্থ ইউনাইটেড ডায়াগনস্টিক এন্ড মেডিকেল ল্যাবের স্বত্বাধিকারী ছিলেন।
২ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৫৭ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৭ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৮১ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৯ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে