পটুয়াখালীর মির্জাগঞ্জে গোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে মোঃ আবদুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। দীর্ঘ এক যুগ যাবৎ তিনি মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানান স্বজনরা।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আজাহার নিগাবানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন জুমার নামাজের কিছুক্ষণ পূর্বে নিজ বাড়ির পাশে খালে গোসল করতে যায় ওই যুবক। দীর্ঘক্ষণ হলেও সে ঘরে না ফেরায় তার মা তাকে খোঁজ করতে থাকে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ খালের পানিতে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ঘাটে বসে মৃগী রোগ উঠলে তিনি পানিতে ডুবে যান বলে ধারণা করেন স্বজনরা।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ওই যুবক সম্ভবত মৃগী রোগ ওঠে মারা যান। তার স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
২ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৫৭ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৭ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৮১ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৯ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে