"পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই" এমন মন্তব্য করে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আলী আশরাফ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে দেশকে উন্নত দেশের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। আপনারা সবাই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।
শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৫ টার দিকে সুবিদখালী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহাবুবা মোর্শেদা রানু'র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ ও আমড়াগাছিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোসাঃ মাতোয়ারা বেগম প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রফেসর জসীম উদ্দীন, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন শায়েখ ও উপজেলা ছাত্রলীগ নেতা খাইরুল আলম শাহিনসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় সহস্র্রাধিক নারী।
সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ আলী আশরাফ নারীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী হিসেবে সব সময় নারীদের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তিনি নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা প্রদান সহ বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে নারীদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নৌকার জন্য কাজ করে সরকারকে আবার ক্ষমতায় আনতে সহযোগিতা করবেন।
উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (দুমকি-পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান তিনি।
২ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৭ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৭ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
৮১ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে