নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রশাসনের আশ্বাসেই দেড় যুগ পার,প্রভাবশালীদের দখল-দূষনে জারিরদোনা শাখা খাল

লক্ষ্মীপুরের কমলনগরের জারিরদোনা খালের শাখা খালে ময়লা-আবর্জনা আর অবৈধ দোকানঘর ও ভবন উত্তোলন করে দখল করে ফেলেছে  হাজিরহাটের প্রভাবশালীরা। এতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় কৃষক ও ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এদিকে, দীর্ঘদিন জলবদ্ধতার শিকার খালটি পুনঃউদ্ধারে উপজেলা প্রশাসনের কোনো প্রচেষ্টা না থাকায় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের আশ্বাসেই দেড় যুগ পার! কর্মকর্তা আসছে আর যাচ্ছে। খালটি দখল মুক্ত করতে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন তারা। কাজের কাজ কিছুই করতে পারছেনা প্রশাসন। কমলনগর উপজেলার জনগুরুত্বপূর্ণ খালগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই জারিরদোনা শাখা খালটি।


দখল-দূষণ হতে হতে ময়লা আবজর্নার ভাগাড়ে পরিণত হয়েছে। একই সাথে খাল দখল করে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য স্থাপনা। অন্যদিকে পানির স্থায়ী প্রবাহ না থাকায় সামান্য বৃষ্টির পানিতেই সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে কৃষি কাজ।


জানা যায়,জারিরদোনা খালটির সংযোগ সরাসরি মেঘনানদীর সাথে।ফলে জনগুরুত্বপূর্ণ এই খালটির সাথে জড়িয়ে আছে উপজেলার চরলরেন্স, চরফলকন, হাজিরহাট ও পাটারীরহাট ইউনিয়নের কয়েক হাজার কৃষকের জীবন-জীবিকা। হাজিরহাট বাজারের প্রভাবশালীদের দখলের কারণে খালটি সরু হয়ে গেছে। আর যতটুকু আছে তাতেও ময়লা ফেলে ভরাট করা হচ্ছে। 


হাজিরহাট ইউনিয়নের স্থানীয় কৃষকরা জানান, জলাবদ্ধতার কারণে সয়াবিন, আউস, আমন ধানসহ সকল ধরনের ফসল নষ্ট হয়ে যায়। প্রতিবছরই ধারদেনা করে ফসল করা হলেও দখল ও ময়লার স্তুপের কারনে জলাবদ্ধতায় ফসল নষ্ট হওয়ায় তাদের ধারদেনা বাড়ছে। সরকার এ খালটি দখল মুক্ত করে পানির প্রবাহ সচল না করলে কৃষিকাজ ছেড়ে দেওয়া ছাড়া তাদের আর কোন উপায় থাকবেনা। খালটি দখলমুক্ত করতে কৃষক ও সচেতন মহল বারবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি এবং খালটি দখল ও ময়লা ফেলার প্রতিযোগিতা বন্ধ হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এতে দিন দিন খালটি দখল করে বহু স্থাপনা নির্মাণ ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালটি হাজিরহাট ও চরফলকন ইউনিয়নের সীমানাবর্তী হওয়ায় জনপ্রতিনিধিরাও দখল মুক্ত করতে আগ্রহী নন। জনগুরুত্বপূর্ণ এই খালটি দখলমুক্ত করতে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি চেয়ারম্যান জানান,ময়লা ব্যবস্থাপনার জন্য অন্য কোথাও জায়গা বরাদ্দ করতে পারছিনা,তাই আমাদের নিষেধ সত্বেও বাজারের ব্যবসায়ী ও ঝাড়ুদারসহ সবাই খালে ময়লা ফেলেছে। এতে দিন দিন খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালটি দখলমুক্ত করতে প্রশাসন উদ্যোগ নিলে আমরা সর্বাত্মক সহায়তা করবো।

হাজিরহাট বাজারের বাসিন্দা আলাউদ্দীন ও জিহাদ হোসেন বলেন, এই বাজারটি উপজেলার প্রাণকেন্দ্র। জারিরদোনা খালের অবস্থা দেখলে কেউ বলবেনা এটি খাল। বিশাল এই খালটি দখল করে কিছু লোক আলিশান প্রাসাদ তৈরি করেন।সরকারী খালের উপর বহুতলা ভবন তৈরি করা হয়েছে। আমরা এসব দোকান ও বহুতলা ভবন উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 


কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহীন রানা বলেন, খাল খনন বা দখল মুক্ত করা মুলত প্রশাসনের কাজ। আমরা হয়তো তাদেরকে শুধুমাত্র বলতে পারি। বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে কর্তৃপক্ষকে অবগত করবো।


কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন,এই খালটি দখলমুক্ত করতে ইতিমধ্যে আমরা কার্যক্রম হাতে নিয়েছি।যেকোনো সময় উচ্ছেদ করা হবে। 

আরও খবর