বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি হতে রক্ষা পেতে মেঘনা নদীর উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ২৮৫ স্থায়ী ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় চলাকালীন চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম ও হটলাইন নাম্বার চালু করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ২৮৫ টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১৮৫টি স্থায়ী ও ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ কেন্দ্রগুলো ১০ লাখ ৫ হাজার ২৫০ জনের ধারণ ক্ষমতা রয়েছে। ত্রাণের জন্য ৬ লাখ ২০ হাজার টাকা, ৪৫০ মেট্টিক টন চাল মজুদ আছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও এতিমদের আহার্য হিসেবে ৪১৫ মেট্টিক টন চালও রয়েছে। প্রয়োজনে বরাদ্ধকৃত চালও বিতরণ করা যাবে। স্বপ্নযাত্রার ১৭ টি অ্যাম্বুলেন্সসহ সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ে হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
১২ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৫ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৮ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে