লক্ষ্মীপুর সদরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
আসামিরা হলেন- কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন লিপি ও নূর নাহার।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,২০০৫ সালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মুকবুল হোসেনের ঘরে একদল ডাকাত হানা দেয়। ওইসময় মুকবুল হোসেন বাদা দিলে ডাকাতদল তাকে গুলি করে,এতে তার মৃত্যু হয়। এরপর তার মেয়ে দেলোয়ারা বেগম অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। উক্ত মামলা পুলিশ দীর্ঘ তদন্ত পর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। দীর্ঘ শুনানি পর আজ আদালত এ মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেন।
১২ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৫ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৫ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৮ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে